বগুড়ায় এক দিনে মহামারি করোনাভাইরাসে ২ জন মারা গেছেন। এদিকে ৮৪ দিন পর বগুড়ায় সর্বনিম্ন করোনায় শনাক্ত হয়েছেন ১৯ জন। একই সময়ে সুস্থ হয়েছেন ৬৪ জন।

শুক্রবার (২৭ আগস্ট) দুপুরে বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাজ্জাদ-উল-হক এ তথ্য নিশ্চিত করে জানান, ৮৪ দিন পর জেলায় সর্বনিম্ন শনাক্তের হার দেখা গেল।

করোনায় মারা যাওয়া দুজন হলেন বগুড়া জেলা সদরের আব্দুল বারী (৮৫) এবং শেরপুরের শাম্মী আক্তার (৪৫)। অপরদিকে এদিকে জেলায় করোনা ডেডিকেটেড হাসপাতাল ও ইউনিটগুলোতে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা অর্ধেকেরও কমে নেমেছে।

ডা. সাজ্জাদ জানান, ২৪ ঘণ্টায় বগুড়ায় ২২৬ নমুনায় শনাক্ত হয়েছেন ১৯ জন। এর মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৭ জন, অ্যান্টিজেন পরীক্ষায় ২ জন শনাক্ত হয়েছেন। শনাক্তের হার ৮ দশমিক ৪০ শতাংশ। আক্রান্তদের মধ্যে সদরে ১৭ জন এবং সোনাতলা ও শাজাহানপুরের একজন করে রয়েছেন।

ডা. সাজ্জাদ জানান, বগুড়া জেলায় এ পর্যন্ত মোট ২০ হাজার ৯১০ জন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৬৪ জন ‍সুস্থ হওয়ায় সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ১১ জন। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়াল ৬৫৫ জনে। জেলায় ২৪৪ জন চিকিৎসাধীন রয়েছেন।

জেলার বিভিন্ন হাসপাতালে করোনা আক্রান্তে চিকিৎসাধীন রয়েছেন ১৮১ জন। এর মধ্যে মোহাম্মদ আলী হাসপাতালে ৮১ জন, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ৭৫ জন, বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ১৮ জন এবং জেলার বিভিন্ন উপজেলায় ৭ জন রয়েছেন।

সাখাওয়াত হোসেন জনি/এমএসআর