আফজালুর রহমান

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) রংপুর জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড আফজালুর রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (২৬ আগস্ট) রাত ১১টায় রাজধানীর বারডেম হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

শুক্রবার (২৭ আগস্ট) জুমার নামাজের পর রংপুর নগরের মুলাটোল জামে মসজিদে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এর পর তার মরদেহ সিপিবি জেলা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদন করেন।

পরে মরদেহ গ্রামের বাড়ি রংপুর সদর উপজেলার চন্দনপাটে নিয়ে যাওয়া হয়। সেখানে বাদ-আসর রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। এর পর জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।  

কমরেড আফজালুর রহমানের বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী ও দুই সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। এর পাশাপাশি কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন।

তার মৃত্যুতে রংপুরসহ দেশের বাম রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন মহলের শোকবার্তায় বলা হয়েছে কমরেড আফজালুর রহমান একজন মুক্তিকামী দেশপ্রেমিক ও প্রগতিশীল আদর্শবান মানুষ ছিলেন।

আফজালুর রহমান মৃত্যুতে মুক্তিযোদ্ধা সংসদ, সিপিবি, সমাজতান্ত্রিক দল (জেএসডি), জাসদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়নসহ রংপুরের বিভিন্ন রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতরা শোক প্রকাশ করেছেন।

এছাড়াও শোক জানিয়েছে রংপুর প্রেস ক্লাব, রিপোর্টার্স ক্লাব, সিটি প্রেস ক্লাব, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, রংপুর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন।

ফরহাদুজ্জামান ফারুক/রংপুর