ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ট্রলারডু্বির ঘটনায় নিখোঁজদের উদ্ধারের জন্য কিশোরগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের ডু্বুরি দল আনা হচ্ছে। শুক্রবার (২৭ আগস্ট) রাত ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের উপ-পরিচালক তৌফিকুল ইসলাম ভূইয়া সাংবাদিকদের এ তথ্য জানান।

এর আগে বিকেল সোয়া ৫টার দিকে বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের লইসকা বিলে শতাধিক যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে যায়। এ ঘটনায় রাত ৯টা পর্যন্ত ১৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছ। এছাড়া নিখোঁজ রয়েছেন অর্ধশত যাত্রী। পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীদের সঙ্গে  স্থানীয়রাও উদ্ধারকাজ চালাচ্ছেন।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের উপ-পরিচালক তৌফিকুল ইসলাম বলেন, নিখোঁজদের উদ্ধারে কিশোরগঞ্জ থেকে ডুবুরি দল আনা হচ্ছে। রাত ১২টা নাগাদ ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করবে বলে আশা করা হচ্ছে। 

আজিজুল সঞ্চয়/আরএআর