ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের অলহরি জয়দা খানবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলো ওই এলাকার উজ্বল মিয়ার মেয়ে তাইয়্যাবা (৫) ও বগারবাজার এলাকার রাকিবুলের মেয়ে রিমি (৬)। সম্পর্কে তারা 
খালাতো বোন। বিষয়টি নিশ্চিত করেছেন ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন।

ওসি জানান, রিমি তার খালাতো বোন তাইয়্যাবার বাড়িতে বেড়াতে যায়। দুপুর ১২টার দিকে তারা বাড়ির পাশে খেলা করছিল। খেলার একপর্যায়ে সবার অগোচরে পুকুরে গোসলে নেমে ডুবে যায় তারা।

পরে পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।

উবায়দুল হক/এমএসআর