ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার লইসকা বিলে বালুবাহী ট্রলারের সঙ্গে সংঘর্ষে ডুবে যাওয়া যাত্রীবাহী ট্রলারে আর কোনো লাশ নেই বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। শুক্রবার (২৭ আগস্ট) এ ট্রলারডুবির ঘটনায় ২২ জনের মরদেহ উদ্ধার করা হয়। এর মধ্যে নারী ও শিশুই বেশি।

এদিকে ডুবে যাওয়ার ২২ ঘণ্টায়ও উদ্ধার করা যায়নি ট্রলারটিকে। শনিবার (২৮ আগস্ট) এ প্রতিবেদন লেখা পর্যন্ত (বিকেল ৩টা ১৫ মিনিট) ট্রলারটিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে বিআইডব্লিউটিএ’র উদ্ধারকারী দল।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজান জানান, ট্রলারটি বিলের যে অংশে ডুবেছে, সেটি কিছুটা গভীর। বিআইডব্লিউটিএ’র উদ্ধারকারী দল ট্রলার উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছে। তবে কতক্ষণ নাগাদ ট্রলারটি উদ্ধার হবে, সেটি স্পষ্ট করে বলা যাচ্ছে না।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম বলেন, আমাদের উদ্ধারকাজ শেষ। এখন আনুষ্ঠানিকভাবে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণার পালা। তবে এখনও ঘটনাস্থলে আমাদের একটি দল মোতায়েন রয়েছে। ট্রলারের ভেতরে আর কেউ নেই।

আজিজুল সঞ্চয়/এমএসআর