মাছ ধরতে গিয়ে জেলের মৃত্যু হলে পরিবার পাবে ৫০ হাজার টাকা
নদীতে মাছ ধরতে গিয়ে কোনো জেলে দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যুবরণ করলে তার পরিবারকে ৫০ হাজার টাকা নগদ অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে রাজবাড়ী জেলা মৎস্য অফিস।
শনিবার (২৮ আগস্ট) বেলা ১১টার দিকে সাত দিনব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে রাজবাড়ীতে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা জানান জেলা মৎস্য কর্মকর্তা মো. রোকনুজ্জামান।
বিজ্ঞাপন
তিনি বলেন, আমাদের নিবন্ধিত কোনো জেলে নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাত, সাপের কামড়, নদীতে ডুবে মারা যাওয়া বা অন্য কোনোভাবে মৃত্যুবরণ করলে তার পরিবারকে নগদ ৫০ হাজার টাকা সহায়তা দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে জেলা মৎস্য অফিসের পক্ষ থেকে জানানো হয়, ২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত সাত দিনব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হবে। সারাদেশের ন্যায় রাজবাড়ীতেও সপ্তাহ ব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে আলোচনা সভা, মাছের পোনা অবমুক্তকরণ, বর্তমান সরকারের মৎস্য সেক্টরে অর্জিত অগ্রগতি সর্ম্পকে আলোচনা ও প্রামান্য চিত্র প্রদর্শন, হাটবাজার ও জনবহুল স্থানে মৎস্য চাষ বিষয়ক সভাসহ বিভিন্ন কর্মসূচি।
বিজ্ঞাপন
জেলা মৎস্য কর্মকর্তার সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় রাজবাড়ী সিনিয়র মৎস্য কর্মকর্তা শামিমা আক্তার, খামার ব্যবস্থাপক সৈয়দ শাজাহান প্রমুখ উপস্থিত ছিলেন।
মীর সামসুজ্জামান/আরএআর