স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, গ্রামগঞ্জের মানুষকে আগে করোনার টিকা (ভ্যাকসিন) দেওয়া হবে। কারণ গ্রামের লোকেরা টিকা কম পেয়েছেন। গ্রামে মৃত্যুর সংখ্যা বেড়েছে। এ কারণে আমরা গ্রামগঞ্জের মানুষকে বেশি টিকার দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছি।

শনিবার (২৮ আগস্ট) বিকেল ৪টার দিকে মানিকগঞ্জ জেলা ছাত্রলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ডিসেম্বরের মধ্যে চুক্তিকৃত সব টিকা চলে এলে আমরা ৭ কোটি মানুষকে টিকা দিতে পারব। পর্যায়ক্রমে সবাই টিকার আওতায় নিয়ে আসব। গ্রামাঞ্চলে পঞ্চাশোর্ধ্ব লোকের মৃত্যু প্রায় ৯০ শতাংশ। আমরা তাদেরকে আগে টিকা দেব।

মন্ত্রী বলেন, অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ অনেক ভালো অবস্থানে আছে। প্রধানমন্ত্রীর সার্বিক দিক নির্দেশনায় আমরা করোনা মোকাবিলায় কাজ করে যাচ্ছি। করোনার শুরুতে একটি ল্যাব ছিল পরীক্ষার জন্য। এখন দেশে সাড়ে ৭০০ ল্যাব করা হয়েছে।
 
জেলা ছাত্রলীগের সভাপতি সিফাত কৌরাইশী সুমনের সভাপতিত্বে শোকসভায় মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন বক্তব্য রাখেন।

শোকসভায় আরও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আব্দুস সালাম, মানিকগঞ্জ পৌরসভার মেয়র রমজান আলী, সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ ফটো ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজেদুল ইসলাম।

সোহেল হোসেন/এমএসআর