আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ২১ আগস্টে গ্রেনেড হামলা ছিল বিএনপির রাষ্ট্রীয় সন্ত্রাস। এ অপকর্মের জন্য বিএনপিকে জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত।
 
শনিবার (২৮ আগস্ট) দুপুরে কুষ্টিয়ার হরিপুরে গড়াই নদের ভাঙনকবলিত স্থান পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

হানিফ বলেন, পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধে কাজ করছে। যেখানে ভাঙন শুরু হবে সেখানেই দ্রুত প্রতিরোধে কাজ করা হবে।

তিনি আরও বলেন, এরই মধ্যে কুষ্টিয়ার ১০ ভাগ মানুষ করোনাভাইরাসের টিকা পেয়েছে। টিকার কোনো সংকট হবে না। বিভিন্ন সোর্স থেকে থেকে টিকা আমদানি করা হচ্ছে। আগামী ডিসেম্বরের আগেই ৬ থেকে ১০ কোটি টিকা বাংলাদেশে আসবে।

এ সময় কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য আ কা ম সরওয়ার জাহান বাদশাহ, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা, হাটশ হরিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এম শম্পা মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

রাজু আহমেদ/আরএআর