সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় নিজ গ্রামে বাবা-মায়ের কবরের পাশে সমাহিত হলেন কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের সাবেক সংসদ সদস্য ড. মিজানুল হক (৭৬)। শনিবার (২৮ আগস্ট) বাদ জোহর করিমগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম নামাজে জানাজা, গুজাদিয়া আব্দুল হেকিম মাধ্যমিক বিদ্যালয়ে দ্বিতীয় ও মরহুমের নিজ গ্রাম গুজাদিয়ার নামাপাড়া গ্রামে তৃতীয় জানাজা শেষে তাকে দাফন করা হয়। 

জানাজায় কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল, মরহুমের ছোট ভাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সমন্বয়কারী এম সানাউল হকসহ সর্বস্তরের হাজারো মুসল্লি অংশ নেন।

এর আগে জেলা আওয়ামী লীগ, করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, তাড়াইল উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা প্রয়াত নেতা ড. মিজানুল হকের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় নেতাকর্মীরা কান্নায় ভেঙে পড়েন।

গতকাল শুক্রবার (২৭ আগস্ট) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন ড. মিজানুল হক।

কর্মজীবনে তিনি বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং বাংলাদেশ  ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের মহাসচিব ছিলেন। ১৯৯১ এবং ১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে পরপর দুই বার তিনি কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। 

এসকে রাসেল/আরএআর