বরিশালে প্রতিবেশীকে কুপিয়ে হত্যায় দুইজনের যাবজ্জীবন
ফাইল ছবি
জমি নিয়ে বিরোধের জেরে প্রতিবেশীকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বরিশালের একটি আদালত।
হত্যায় জড়িত প্রমাণিত হওয়ায় দুইজনকে পৃথক মেয়াদে এ দণ্ডাদেশ দেন বরিশালের প্রথম অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মাহবুব আলম।
বিজ্ঞাপন
রোববার (১৩ ডিসেম্বর) দুপুরে আসামিদের উপস্থিতিতে এ রায় পড়ে শোনানো হয় বলে নিশ্চিত করেন বেঞ্চ সহকারী রেজাউল ইসলাম।
দণ্ডপ্রাপ্ত বাবুল শেখ বরিশালের উজিরপুর উপজেলার দক্ষিণ কুড়ালিয়া এলাকার বাসিন্দা; তাকে আমৃত্যু করাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। অপরজন একই উপজেলার মশাং গ্রামের বাসিন্দা আব্দুল হান্নান; তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিজ্ঞাপন
মামলার এজাহার সূত্রে জানা গেছে, মশাং গ্রামের বাসিন্দা খলিলুর রহমানের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে মামলা চলে আসছিল প্রতিবেশী আব্দুল হান্নান ও বাবুল শেখের।
এরই সূত্র ধরে ২০০৯ সালের ৭ এপ্রিল রাত ৯টার দিকে আব্দুল হান্নান খলিলের বাড়িতে এসে মামলা নিয়ে বাজারে বৈঠক করে সমাধানের কথা বলে খলিলকে ডেকে নিয়ে যান।
ওই রাতে আর ফেরেননি খলিল। সকালে মশাং গ্রামের মন্ডলবাড়ির পাশে পাওয়া যায় খলিলের মরদেহ। তদন্তে উঠে এসেছে, তাকে কুপিয়ে হত্যা করা হয়।
এ ঘটনায় ৮ এপ্রিল নিহতের স্ত্রী ছাহেরা বেগম বাদী হয়ে ১১ জনের বিরুদ্ধে মামলা করেন। উজিরপুর থানার তদন্তকারী কর্মকর্তা আবুল কাশেম হাওলাদার ২০১০ সালের অক্টোবর মাসে অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট দেন।
২৮ জনের সাক্ষ্যগ্রহণ, যুক্তিতর্ক শেষে ১১ জনের মধ্যে দুইজনের অপরাধ প্রমাণিত হওয়ায় দণ্ড দেন আদালত। বাকি নয়জনকে বেকসুর খালাস দেয়া হয়।
এএম