ভেদরগঞ্জে আওয়ামী লীগ প্রার্থীর বাড়িতে ককটেল বিস্ফোরণে আহত একজন

শরীয়তপুরের ভেদরগঞ্জে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মান্নান হাওলাদারের বাড়িতে ককটেল বিস্ফোরণ ও হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। রোববার (১৭ জানুয়ারি) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাত ১১টার দিকে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর সমর্থকরা নির্বাচনী প্রচারণা শেষে তার বাড়ির সামনে একত্রিত হয়। এ সময় দুর্বৃত্তরা বাড়ির সামনে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ করে এবং লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করেন। এতে পাঁচজন আহত হয়। পরে মেয়র সমর্থকরা আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর বাড়িতে হামলা চালায়। তবে সেখানে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী হারুন হাওলাদার, হাসান ইয়াসিনসহ আরও অনেকে জানায়, রাত সাড়ে ১০টা কি ১১টার দিকে আমরা নির্বাচনী প্রচারণা শেষে বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ আবুল বাশারের সমর্থকরা বাড়ির সামনে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ করে। এতে পুরো এলাকা ধোঁয়ায় অন্ধকার হয়ে যায়। মেটিরসাইকেল থেকে নেমে আমাদের লোকজনের ওপর দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা করে। এতে আমাদের পাঁচজন কর্মী হাসপাতালে ভর্তি হয়ে আছেন।

ভেদরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)এবিএম রশিদুল বারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাত ১১টার দিকে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর বাড়িতে হামলা হয়েছে। এতে ৪ থেকে ৫ জন আহত হয়েছেন। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখনও কোনো পক্ষ থেকে অভিযোগ করা হয়নি।

এসপি