প্রথম নারী জেলা ও দায়রা জজ রোখসানা বেনজুকে সংবর্ধনা
রোখসানা বেনজুকে গুণীজন সংবর্ধনা দিয়েছে স্থানীয় বিভিন্ন সংগঠন
বরগুনায় নারী জাগরণের অগ্রপথিক, পটুয়াখালীর জেলা ও দায়রা জজ রোখসানা বেনজুকে গুণীজন সংবর্ধনা দিয়েছে স্থানীয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন। শুক্রবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে সম্মিলিত সামাজিক আন্দোলন বরগুনা জেলা শাখার উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, অদম্য মেধা, কঠিন শ্রম আর আত্মপ্রচেষ্টার মধ্য দিয়ে বরগুনায় যে কজন নারী আজ অনুসরণীয়, তাদের মধ্যে রোখসানা বেনজু অন্যতম প্রধান। রোখসানা বেনজু দক্ষিণবঙ্গের প্রথম নারী যিনি জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করছেন। মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশাত্মবোধের তাগিদে নিজেকে যিনি সঁপে দিয়েছেন দেশ ও জাতির কল্যাণে। পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থায় শত প্রতিকূলতাকে পাশ কাটিয়ে নিজেকে যিনি দাঁড় করিয়েছেন নারী জাগরণের অগ্রপথিক হিসেবে। বর্তমানে পটুয়াখালী জেলার প্রথম নারী জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।
বিজ্ঞাপন
বক্তারা আরও বলেন, রোখসানা বেনজু একাধারে একজন সংগীতশিল্পী ও সংস্কৃতজন। ছেলেবেলা থেকেই বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে ঋদ্ধ যার জীবনবোধ। ছাত্রজীবন থেকেই রেডিও টেলিভিশনের নিয়মিত শিল্পী ছিলেন রোখসানা বেনজু। বরগুনার সাংস্কৃতিক অঙ্গনে রয়েছে তার গুরুত্বপূর্ণ অবদান। আটপৌরে সমাজের রক্তচক্ষুকে উপেক্ষা করে একজন রোখসানা বেনজু তার শৈশব-কৈশোরেই প্রমাণ করেছেন নারীরা শুধুই নারী নন। ধর্মীয় গোঁড়ামি আর সামাজিক কুসংস্কারকে ভেঙেচুরে একাকার করে দিয়েছেন তিনি বারবার।
যে সমাজে গুণীজনদের কদর যত বেশি, সেই সমাজ চিন্তা-চেতনা ও সুকুমারবৃত্তিতেও ততটাই উন্নত। গুণীজনদের সম্মাননা জানানো এবং সমাজের সবাই মিলে গুণীজনদের প্রেরণা জোগানোর তাগিদ থেকেই নারী জাগরণের একজন অগ্রপথিক রোখসানা বেনজুকে আজকের এ সম্মাননা।
অ্যাডভোকেট সোহেল হাফিজ, সাধারণ সম্পাদক, সম্মিলিত সামাজিক আন্দোলন, বরগুনা
বিজ্ঞাপন
রোখসানা বেনজু বরগুনা সরকারি বালিকা বিদ্যালয় থেকে এসএসসি ও বরগুনা সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে লেখাপড়া করেন। নবম বিজেএসে উত্তীর্ণ হয়ে সহকারী জজ হিসেবে চাকরিতে যোগদান করেন তিনি।
চাকরিজীবনে দেশের বিভিন্ন জেলায় দায়িত্ব পালনকালে ২০১৪ সালে শরীয়তপুর জেলার প্রথম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর বন্দরনগরী চট্টগ্রামের প্রথম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের জেলা জজের দায়িত্ব পালন করেন। এরপরই খাগড়াছড়ি জেলার প্রথম নারী জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
বর্তমানে পটুয়াখালী জেলার প্রথম নারী জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করছেন রোখসানা বেনজু। বিচার বিভাগে চাকরির পাশাপাশি বরগুনা জেলার সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে এসেছেন রোখসানা বেনজু। বরগুনার অসংখ্য দরিদ্র ও অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন তিনি নীরবে, নিভৃতে।
সম্মিলিত সামাজিক আন্দোলন বরগুনা জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সোহেল হাফিজ বলেন, যে সমাজে গুণীজনদের কদর যত বেশি, সেই সমাজ চিন্তা-চেতনা ও সুকুমারবৃত্তিতেও ততটাই উন্নত। গুণীজনদের সম্মাননা জানানো এবং সমাজের সবাই মিলে গুণীজনদের প্রেরণা জোগানোর তাগিদ থেকেই নারী জাগরণের একজন অগ্রপথিক রোখসানা বেনজুকে আজকের এ সম্মাননা।
একজন রোখসানা বেনজুর পদাঙ্ক অনুসরণ করে সামনের দিকে এগিয়ে যাবে বরগুনার তরুণ প্রজন্ম, এমনটাই প্রত্যাশা সম্মিলিত সামাজিক আন্দোলন, বরগুনা জেলা শাখার।
এ সময় সম্মিলিত সামাজিক আন্দোলন বরগুনা জেলা শাখার সভাপতি বিশিষ্ট সাংবাদিক ও সমাজসেবক জাকির হোসেন মিরাজের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরগুনা জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল রহমান নান্টু, বরগুনা প্রেসক্লাবের সভাপতি জহিরুল হাসান বাদশাহ, বরগুনা সরকারি কলেজের সামনে অধ্যক্ষ প্রতাপ চন্দ্র বিশ্বাস, বরগুনা পৌরসভার সাবেক মেয়র মো. শাহজাহান, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্বাস হোসেন মন্টু, সেক্টর কমান্ডার্স ফোরাম ৭১-এর বরগুনার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মনোয়ার, প্রখ্যাত অভিনেতা মীর সাব্বির, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুনিরুজ্জামান প্রমুখ।
এনএ