রান্নাঘরের ধোঁয়া যাওয়া নিয়ে হামলায় নারী নিহত, গ্রেফতার ৫
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে রান্নাঘরের ধোঁয়া যাওয়া নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের হামলায় খাদিজা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যুর ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার ভিটি মালধা গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহতের স্বামী মুক্তার বেপারী বাদী হয়ে টঙ্গিবাড়ী থানায় ছয়জনকে আসামি করে মামলা করার পর রাতেই উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচ আসামিকে গ্রেফতার করে পুলিশ।
বিজ্ঞাপন
গ্রেফতাররা হলেন- উপজেলার ভিটি মালধা গ্রামের রমজান আলী ব্যাপারী, আল-ইসলাম, বকুল বেগম, অভি ছৈয়াল ও আনোয়ার ছৈয়াল।
সোমবার (৩০ আগস্ট) দুপুরে ওই পাঁচ আসামির মধ্যে চারজনকে সাত দিন করে রিমান্ড আবেদনসহ মুন্সিগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। মুন্সিগঞ্জ কোর্ট পুলিশের জিআরও সাইফুল ইসলাম বলেন, পাঁচ আসামির মধ্যে চার আসামির সাত দিন করে রিমান্ড চাওয়া হয়েছে। বিকেলে মুন্সিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে শুনানি হবে ।
বিজ্ঞাপন
জানা গেছে, মুক্তার ব্যাপারীর সঙ্গে তার প্রতিবেশী রমজান ব্যাপারী গংদের দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। সেই বিরোধের জের ধরে রান্না ঘরের ধোঁয়া যাওয়া নিয়ে রোববার (২৯ আগস্ট) সন্ধ্যায় দুই পক্ষ ফের বিবাদে জড়িয়ে পড়ে। এ সময় প্রতিবেশী রমজান, আলী ইসলাম, আনোয়ার, অভি গংরা হামলা চালালে রমজান ব্যাপারীর স্ত্রী খাদিজা বেগম নিহত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রমজান গংরা প্রথমে খাদিজাকে বাঁশ দিয়ে পেটায়। পরে খাদিজা বেগমের পেটে লাথি মারলে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে টঙ্গিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত খাদিজা বেগমের তিন মেয়ে ও এক ছেলে রয়েছে। তিনি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।
স্থানীয় ইউপি সদস্য ইব্রাহিম জানান, রান্নাঘরের ধোঁয়া যাওয়া নিয়ে মূলত বিবাদের সৃষ্টি হয়। সেই বিবাদের জের ধরেই খুন হন খাদিজা। এ ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।
এ ব্যাপারে টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, নিহতের স্বামী মুক্তার হোসেন বেপারী বাদী হয়ে টঙ্গীবাড়ী থানায় হত্যা মামলা করেছেন। মামলার এজাহারনামীয় ছয় আসামির মধ্যে পাঁচ আসামিকে গ্রেফতার করে মুন্সিগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
ব.ম শামীম/আরএআর