নীলফামারীর ডিমলা উপজেলায় তিস্তা সেচ প্রকল্প ক্যানেল এলাকায় ৩৪ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। সোমবার (৩০ আগস্ট) সকালে ডিমলা বাজারে মাছটি বিক্রি করতে নিয়ে আসেন মাছ ব্যবসায়ী তারা মিয়া। তিনি প্রতি কেজি মাছ ১১শ টাকায় কিনে বিক্রি করেন ১২শ টাকায়।

তারা মিয়া জানান, এর আগে তিস্তায় এতো বড় মাছ পাওয়া যায়নি। মাছটি ১২শ টাকা কেজি দরে বিক্রি করেছি। স্থানীয়দের আগ্রহ ছিল অনেক বেশি। এতো বড় মাছ সহজে পাওয়া যায় না এ জন্য চাহিদা ব্যাপক।

তিনি আরও জানান, ডিমলা বাজারে মাছটি নিয়ে আসার পর থেকেই তিস্তা ক্যানেলের মাছ নিয়ে বেশ আলোচনা চলে। তাছাড়া মাছটি দেখতে উৎসুক জনতা ভিড় করেছিল। 

মাহমুদ আল হাসান রাফিন/আরএআর