রংপুরে করোনাভাইরাস ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি, লিফলেট এবং মাস্ক বিতরণ করেছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ৩২ ব্যাটালিয়ন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে বিএনসিসি এসব কার্যক্রম পরিচালনা করে।

মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে নগরের বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে জনসচেতনতামূলক এ কার্যক্রমের উদ্বোধন করেন বিএনসিসি অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম খান। এর পর র‍্যালিটি বঙ্গবন্ধু ম্যুরাল চত্বর হতে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেডিকেল মোড়ে গিয়ে শেষ হয়।

র‍্যালি থেকে করোনা মোকাবিলায় মানুষের মাঝে লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়। পরে মেডিকেল মোড়ে স্থাপিত ভ্যাকসিন নিবন্ধন বুথ থেকে অটোচালক, রিকশাচালক ও পথচারীসহ সাধারণ মানুষের করোনার ভ্যাকসিন গ্রহণে নিবন্ধন কার্যক্রম পরিচালনা করে বিএনসিসি।

দিনব্যাপী হওয়া এসব কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন, মহাস্থান রেজিমেন্টের অ্যাডজুটেন্ট মেজর শেখ শাহরিয়ার মোহাম্মদ শাকিল, বিএনসিসির ৩২ ও ৩৪ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট পিইউও আশরাউল হক প্রমুখ। এতে বিএনসিসির কর্মকর্তা, পিইউও, টিইউও, সামরিক প্রশিক্ষক ও ক্যাডেটরা অংশ নেন।

ফরহাদুজ্জামান ফারুক/এমএসআর