কুষ্টিয়ার দৌলতপুরে আব্দুল খান (৪৮) হত্যা মামলায় পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে তাদের ১০ হাজার থেকে ২ হাজার টাকা পর্যন্ত জরিমানা, অনাদায়ে আরও বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।  

মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরের দিকে কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় দেন। রায় ঘোষণার সময় আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিরা উপস্থিত ছিলেন। এ ঘটনায় দুইজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। তারা হলেন- আশরাফ খান ও মোমিন খান।

দণ্ডপ্রাপ্তরা হলেন- কুষ্টিয়ার মিরপুর উপজেলার সুলতানপুর গ্রামের নজরুল খানের ছেলে মজিবুল (৪৭), বাবু খানের ছেলে সাইফুল খান (৪২), বাবু খানের আরেক ছেলে আরিফ (৩৭), মৃত ইনছার খানের ছেলে শফি খান (৪৩), সন্তোষ মন্ডলের ছেলে আসাদুল (৩৬)। তারা সবাই মিরপুর উপজেলার সুলতানপুর গ্রামের বাসিন্দা। 

আদালত সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জের ধরে ২০১৪ সালের ১৯ জুন রাত ২টার দিকে মিরপুর উপজেলার সুলতানপুর গ্রামের আব্দুল খানকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ মজিবুল গংরা। এ ঘটনায় ২০ জুন পাঁচজনকে আসামি করে দৌলতপুর থানায় মামলা করেন আব্দুল খানের ছেলে নাজমুল খান। পরে মামলার দীর্ঘ তদন্ত শেষে পুলিশ আসামিদের বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এরপর আদালত এ মামলায় সাক্ষ্য প্রমাণ শেষে ৩১ আগস্ট রায় ঘোষণার দিন ধার্য করেন। ১৩ জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত এ রায় দেন। রায় ঘোষণার পর পরই দণ্ডপ্রাপ্ত আসামিদের পুলিশ পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়।

এদিকে মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন আব্দুল খানের স্বজনরা। আদালতে উপস্থিত তার স্বজনরা বলেন, পূর্ব বিরোধের জের ধরেই আব্দুল খানকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। দীর্ঘ সাত বছর আদালতে মামলার কার্যক্রম শেষে পাঁচ আসামির যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। এ রায়ে আমরা খুবই খুশি। 

রাজু আহমেদ/এসপি