রংপুর বিভাগে এক দিনের ব্যবধানে করোনায় মৃত্যু বেড়েছে। কমেছে শনাক্ত ও সুস্থতা। ২৪ ঘণ্টায় বিভাগে করোনা সংক্রমিত নতুন ৮৭ জন শনাক্ত হয়েছেন। এ সময়ে করোনায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে সুস্থ হয়েছেন ১০১ জন।

এর আগে ৩০ আগস্ট বিভাগে করোনায় একজনের মৃত্যু হয়। যা গত ৬৮ দিনের মধ্যে সর্বনিম্ন মৃত্যু। ওই দিন করোনা শনাক্ত হয় ১০৩ জনের। এ নিয়ে গেল ৩১ দিনে বিভাগে করোনায় ২৭৩ জনের মৃত্যু হয়েছে। গড় হিসাবে প্রতিদিন বিভাগে ৮ জনের প্রাণহানি ঘটছে।

মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মোতাহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, ২৪ ঘণ্টায় করোনায় মৃতদের মধ্যে রংপুরের তিনজন, দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলার একজন করে রয়েছেন।

এ সময় ৫৪২ নমুনা পরীক্ষা করে ৮৭ জন করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে দিনাজপুরের ৩৫ জন, রংপুরের ১৭,  ঠাকুরগাঁওয়ের ১১, কুড়িগ্রামের ৭, পঞ্চগড়ের ৬, নীলফামারীর ৫, গাইবান্ধার ৪, লালমনিরহাট জেলার দুইজন রয়েছেন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৬ দশমিক ৫ শতাংশ।

সবশেষ পাঁচজনসহ রংপুর বিভাগে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ১৯৩ জনে। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে দিনাজপুরে। এ জেলায় সর্বোচ্চ ৩১৯ জন মারা গেছেন।

দ্বিতীয় সর্বোচ্চ ২৮৩ জনের মৃত্যু হয়েছে বিভাগীয় জেলা রংপুরে। জেলা হিসেবে সবচেয়ে কম ৬১ জন মারা গেছেন গাইবান্ধায়। এ ছাড়া ঠাকুরগাঁওয়ে ২৪১, নীলফামারীতে ৮৫, পঞ্চগড়ে ৭৫, কুড়িগ্রামে ৬৬ ও লালমনিরহাটে ৬৩ জন মারা গেছেন।

গত বছরের মার্চে করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর থেকে এখন পর্যন্ত বিভাগে মোট ২ লাখ ৫৫ হাজার ৮২৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৫৩ হাজার ১০৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত বিভাগে সুস্থ হয়েছেন ৪৭ হাজার ৫০২ জন।

করোনার সংক্রমণ প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মোতাহারুল ইসলাম বলেন, বর্তমান পরিস্থিতিতে বাধ্যতামূলক মাস্ক পরা নিশ্চিত করতে হবে। একইসঙ্গে স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই।

ফরহাদুজ্জামান ফারুক/এমএসআর