চাঁদপুরে আবার টিকাদান কার্যক্রম বন্ধ
চাঁদপুরে করোনার টিকাদান কার্যক্রম আবার সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ। টিকার মজুত শেষ হয়ে যাওয়ায় মঙ্গলবার (৩১ আগস্ট) থেকে জেলার প্রতিটি কেন্দ্রে করোনার টিকা বন্ধ করে দেওয়া হয়। তবে আগামী রোববার থেকে পুনরায় টিকাদান কার্যক্রম শুরুর সম্ভাবনা রয়েছে বলে জানান সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ।
তিনি বলেন, টিকার মজুত শেষ হওয়ায় আপাতত সাময়িকভাবে টিকা দেওয়া বন্ধ রেখেছি। ইতোমধ্যে মন্ত্রণালয় থেকে চাহিদা পাঠানোর জন্য বলা হয়েছে, সে অনুযায়ী মঙ্গলবার আমরা চাহিদাপত্র পাঠাব। আশা করি শনিবারের মধ্যে টিকা পেয়ে যাব।
বিজ্ঞাপন
এদিকে চাঁদপুরে হঠাৎ করে টিকা বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়েন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। অনেক টিকাগ্রহীতা টিকা দিতে এসে না পেয়ে হতাশা ব্যক্ত করেন।
একাধিক টিকাগ্রহীতা নাম প্রকাশ না করার শর্তে ক্ষোভ প্রকাশ করে বলেন, আজকে আমাদের দ্বিতীয় ডোজের তারিখ ছিল। তাই সে অনুযায়ী এসেছি, কিন্তু এসে দেখি টিকা দেওয়া বন্ধ। তবে যদি সংশ্লিষ্টরা আমাদের এসএমএস-এর মাধ্যমে জানিয়ে দিতেন তাহলে দূরদূরান্ত থেকে এসে ভোগান্তি পোহাতে হতো না।
বিজ্ঞাপন
সিভিল সার্জন কার্যালয়ের সবুজ বলেন, আমরা প্রথম ও দ্বিতীয় ডোজ দেওয়ার ক্ষেত্রে সবাইকে এসএমএস দিয়ে থাকি। কিন্তু অনেকে এসএমএস না পেয়েই টিকা দিতে চলে এসেছেন। আবার দ্বিতীয় ডোজ প্রাপ্তরা পরবর্তী তারিখ ফলো করে এসেছেন। কিন্তু এক্ষেত্রে আমাদের করণীয় কিছুই ছিল না।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, এ পর্যন্ত পুরো জেলায় করোনার টিকাপ্রাপ্তিতে ৫ লাখ ৩৮ হাজার ৭৭৪ জন রেজিস্ট্রেশন করেছেন। বিপরীতে ৭ ফেব্রুয়ারি থেকে ৩১ আগস্ট পর্যন্ত ৩ লাখ ৩৩ হাজার ২১৯ জনকে টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে ২ লাখ ৪২ হাজার ৪০৫ জনকে ও দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৯০ হাজার ৮১৪ জনকে।
শরীফুল ইসলাম/এমএসআর