ছড়া-কবিতা-গানের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জয়পুরহাটে স্মরণ করা হয়েছে। সেই সঙ্গে অর্ধশতাধিক শিশু-কিশোরের হাতে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধবিষয়ক বই তুলে দেওয়া হয়।
 
মঙ্গলবার (৩১ আগস্ট) বিকেলে শহরের লাইব্রেরি ও ক্লাবের সাংস্কৃতিক ভবনে একুশে আবৃত্তি পরিষদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এসব আয়োজন করে। 

এ সময় বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রাজা চৌধুরী, নবনাট্য সংঘ জেলা শাখার সাধারণ সম্পাদক দিলীপ সেন, একেএম আব্দুল আজিজ সংগীত ভুবনের সাধারণ সম্পাদক তামান্না ইয়াসমিন, কবি যতন দেবনাথ, ছড়াকার মুসতাফা আনসারি প্রমুখ।

বঙ্গবন্ধুকে নিবেদিত করে ছড়া ও কবিতা পাঠ করেন একুশে আবৃত্তি পরিষদের একঝাঁক ক্ষুদে শিল্পী। স্বরোচিত কবিতা পাঠ করেন, কবি এনামুল হক টপি, আব্দুল বাকী, ইমরোজ ইকবাল, ডা. শামীম নাজির, শিশির শেখ, আছমুন্নাহার নীনা, মানিক শিমুল , রফিকুল রহমান হিরো, সবুর শাহ প্রমুখ।

চম্পক কুমার/এমএসআর