ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ও বাকৃবির সিন্ডিকেট সদস্য মো. ইকরামুল হক টিটু বলেছেন, মানুষের অস্তিত্ব রক্ষার যেমন প্রয়োজন অনুকূল পরিবেশ। তেমনি অনুকূল পরিবেশ তৈরিতে বনায়নের জুড়ি নেই। বর্তমান সময়ে উন্নত জীবনের জন্য নগরায়ণের পাশাপাশি সবুজ বনায়নের বিকল্প নেই।

মঙ্গলবার (৩১ আগস্ট) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের টিএসসি আঙ্গিনায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, বাংলাদেশের সহযোগিতায় এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে বাকৃবি।

সিটি মেয়র আরও বলেন, বাকৃবিকে নিয়ে দেশের প্রতিটি মানুষ গর্ব করে। ওই বিশ্ববিদ্যালয় সবুজ নিয়ে কাজ করে, পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিয়ে কাজ করে। এমন একটি প্রতিষ্ঠানের বৃক্ষরোপণ কর্মসূচি মাননীয় প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণের যে আহ্বান তা মানুষের আরও দোরগোড়ায় পৌঁছে দেবে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. লুৎফুল হাসান। সভাপতির বক্তব্যে উপাচার্য বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে জায়গায় বাংলাদেশকে দেখতে চেয়েছিলেন, সে জায়গায় বাংলাদেশকে নিতে আমরা কাজ করে যাচ্ছি। সকলের সহযোগিতা নিয়েই আমরা এগিয়ে যাব।

অনুষ্ঠানের সঞ্চালন করেন ছাত্রবিষয়ক উপদেষ্টা ড. এসএম জাকির হাসান। এছাড়াও অনুষ্ঠানে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের প্রতিনিধি মো. আক্তারুজ্জামান, বাকৃবির বিভিন্ন প্রশাসনিক শাখার শিক্ষক, কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা গেছে, সবুজ বনায়নের লক্ষ্যে পাঁচ বছরের জন্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তি করেছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো। এই সময়টাকে বাকৃবির চাহিদামতো সব রকমের গাছের চারা দেবে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো।

উবায়দুল হক/এমএসআর