নাইক্ষ্যংছড়িতে বিজিবি-সন্ত্রাসী গোলাগুলি
ফাইল ছবি
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকার গহীন অরণ্যে সন্ত্রাসীদের সঙ্গে বিজিবি সদস্যদের গোলাগুলির ঘটনা ঘটেছে। বুধবার (০১ সেপ্টেম্বর) ভোরে উপজেলার দৌছড়ির ছাগলখাইয়া এলাকায় অভিযানে গেলে একটি সশস্ত্র সন্ত্রাসী বাহিনীর সঙ্গে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি সদস্যদের গোলাগুলি শুরু হয়।
বিজিবির এক শীর্ষ কর্মকর্তা ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। বিকেল সাড়ে ৪টার দিকেও গোলাগুলি চলছে বলে জানিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
বিজিবির ওই কর্মকর্তা জানান, এ ঘটনায় এক ক্যাপ্টেনসহ দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে হেলিকপ্টারযোগে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়েছে।
তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলছে না বিজিবি।
বিজ্ঞাপন
স্থানীয় এক জনপ্রতিনিধি ঢাকা পোস্টকে বলেন, সীমান্তের একটি বিশেষ গ্রুপের অবস্থানের কথা জানতে পেরে অভিযান পরিচালনা করার কথা শুনেছি। এ সময় বিজিবিকে লক্ষ্য করে তারা গুলিবর্ষণ করে। বিজিবিও পাল্টা গুলি চালায়। গহীন জঙ্গলের ভেতর এখনও অভিযান চলছে। তবে এই মুহূর্তে হতাহতের বিষয়ে কিছু জানতে পারেনি।
মুহিববুল্লাহ মুহিব/আরএআর