নিহত তাজিম আহম্মেদ

ঋণ পরিশোধ করতে না পেরে সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি বাজারের ইলেকট্রনিক্স ব্যবসায়ী তাজিম আহম্মেদ (৩৫) বিষপানে আত্মহত্যা করেছেন। বুধবার (০১ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরার সিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

নিহত তাজিম আহম্মেদ ঝাউডাঙ্গা বাজার এলাকার রফিকুল ইসলামের বড় ছেলে। 

তাজিম আহম্মেদের মামা গোলাম হোসেন বলেন, মাধবকাটি বাজারে তাজিমের একটি ইলেকট্রনিক্সের দোকান রয়েছে। অনেক ক্রেতার কাছে টাকা বাকি পড়ে রয়েছে, আবার তাজিমের কাছেও অনেকে টাকা পাবেন। সে বাকি আদায় করতে পারছিল না আবার নিজের দেনাও পরিশোধ করতে পারছিল না। করোনাকালে বেচাকেনাও নেই। এ নিয়ে মানসিক অশান্তিতে ছিল সে। এ কারণে বিষপান করেছে বলে আমরা ধারণা করছি।

তিনি জানান, সকালে তাজিম বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। পরবর্তীতে তাকে উদ্ধার করে শহরের সিবি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়েছে। 

সাতক্ষীরা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, ঘটনাটি জেনেছি। তবে এ বিষয়ে কারো পক্ষ থেকে কোনো অভিযোগ পাইনি।

আকরামুল ইসলাম/আরএআর