অপরাধ দমন ও অভিন্ন মানদণ্ডের মূল্যায়নের ভিত্তিতে কর্মক্ষেত্রে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ নোয়াখালীর ৩০ পুলিশ সদস্যকে পুরস্কৃত করেছেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম।

বুধবার (১ সেপ্টেম্বর) জেলা পুলিশ লাইনসের শহীদ মনিরুল হক হলে মাসিক কল্যাণ সভার মাধ্যমে পুরস্কার হিসেবে তাদের হাতে নগদ ৬০ হাজার টাকা তুলে দেওয়া হয়।

পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন ১১ জন পুলিশ পরিদর্শক, ২ জন ট্রাফিক পরিদর্শক, ১২ জন এসআই, ৩ জন সার্জেন্ট ও ২ জন এএসআই।

পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, ভালো কাজের স্বীকৃতি হচ্ছে পুরস্কার। তাদের এ পুরস্কার অর্জন জেলা পুলিশের সব সদস্যের কাজের ক্ষেত্রে অনুপ্রেরণা ও কর্মস্পৃহা বৃদ্ধি করবে। ভবিষ্যতে পুরস্কারের সংখ্যা বৃদ্ধি করে দুই ক্যাটাগরিতে পুরস্কার প্রদানের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) দীপক জ্যোতি খীসা, সদর সার্কেল আকরামুল হাসান, বেগমগঞ্জ সার্কেল মোহাম্মদ শাহ ইমরান, চাটখিল সার্কেলের সহকারী পুলিশ সুপার এ এন এম সাইফুল আলম খানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হাসিব আল আমিন/এনএ