রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সম্মেলন ৩০ সেপ্টেম্বর
রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ ঘোষণা করেছেন দলটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ফলে পাঁচ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে সম্মেলন। আগামী ৩০ সেপ্টেম্বর রাজবাড়ী শহীদ খুশি রেলওয়ে মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেত মির্জা আজম। তিনি বলেন, করোনাভাইরাসের সংক্রমণের কারণে এতদিন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সম্মেলন করা সম্ভব হয়নি।
বিজ্ঞাপন
সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সংসদের ভবনের একটি কক্ষে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সম্মেলনের বিষয়ে একটি তারিখ উপস্থাপন করেন ঢাকা বিভাগের দায়িত্বরত সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। সেখান থেকে ৩০ সেপ্টেম্বর রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করে দেওয়া হয়। সেই সঙ্গে ৩০ সেপ্টেম্বরের আগে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের একটি বর্ধিত সভা করার নির্দেশনা দিয়েছেন ওবায়দুল কাদের।
এর আগে ২০১৫ সালে শহীদ খুশি রেলওয়ে মাঠে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. জিল্লুল হাকিমকে সভাপতি ও কাজী কেরামত আলীকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।
বিজ্ঞাপন
মীর সামসুজ্জামান/এসএসএইচ