নাটোরে মোটরসাইকেলের ধাক্কায় মহাদেব কর্মকার (৭৪) নামে এক বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। শুক্রবার (০৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে শহরের বড়গাছা পালপাড়া মহল্লায় এ দুর্ঘটনা ঘটে। 

মহাদেব কর্মকার একই এলাকার মৃত ফকিরচাঁদের ছেলে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, শুক্রবার বেলা ১১টার দিকে মহাদেব বড়গাছা পালপাড়া মহল্লার নিজ বাড়ি থেকে বের হয়ে প্রধান সড়কে আসতেছিলেন। এ সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার ওপর পড়ে গুরুতর আহত হন। এলাকাবাসী দ্রুত তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তাপস কুমার/এসপি