সাভারের আশুলিয়ায় ক্রেনচাপায় ২ রিকশাযাত্রী আহত হয়েছেন। এ ঘটনায় রিকশাচালক ক্রেনের নিচে চাপা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান পরিচালনা করছে।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকার মেডলার পোশাক কারখানার সামনে এ ঘটনা ঘটে। আহত একজনের নাম কালাম। অপরজনের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। ক্রেনের নিচে চাপা পড়া রিকশাচালকের নাম ঠিকানাও জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ক্রেন আশুলিয়ার বাইপাইলের দিকে যাচ্ছিল। ক্রেনটি মেডলার পোশাক কারখানার সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী অটোরিকশাকে চাপা দেয়। এ সময় একজন যাত্রী রিকশা থেকে লাফ দিয়ে প্রাণে বেঁচে যান।

পরে ফায়ার সার্ভিস আরেকজন যাত্রীকে উদ্ধার করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ক্রেনের নিচে চাপা পড়া রিকশাচালককে উদ্ধারের চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এঘটনায় প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল সড়কটিতে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম ঢাকা পোস্টকে জানান, রিকশায় দুই যাত্রী ছিলেন। তারা আহত হয়েছেন। কিন্তু রিকশা চালককে এখনো পাওয়া যায়নি। 

মাহিদুল মাহিদ/এমএসআর/জেএস