চাঁদপুরে দীর্ঘ দিন পর করোনা শনাক্ত কম ও মৃত্যু শূন্যে নেমে এসেছে। শুক্রবার (০৩ সেপ্টেম্বর) ৭১ জনের নমুনা পরীক্ষা করে ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা অনুপাতে শনাক্তের হার ১৮ দশমিক ৩০ শতাংশ। এ সময় করোনায় কেউ মারা যায়নি। 

চাঁদপুরের সিভিল সার্জন ডা. শাখাওয়াত উল্লাহ ও চাঁদপুর সদর হাসপাতালের করোনা বিষয়ক ফোকাল পারসন ডা. সুজাউদ্দৌলা রুবেল এ তথ্য জানিয়েছেন। 

সূত্রে জানা যায়, নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ১১ জন ও হাজীগঞ্জের দুজন রয়েছেন। একই দিনে ৬৯ জনকে করোনামুক্ত ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৩৩ জন, হাইমচরের একজন, ফরিদগঞ্জের ১৩ জন, মতলব উত্তরের ১১ জন, কচুয়ার আটজন, মতলব দক্ষিণের একজন ও শাহরাস্তির দুজন রয়েছেন।

সিভিল সার্জন জানান, জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ৫৩১ জন। এ পর্যন্ত জেলায় মারা গেছেন ২৩০ জন এবং সুস্থ হয়েছেন ১৩ হাজার ৮৯৮ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৪০৩ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি আছেন ২৪ জন। বাকিরা হোম আইসোলেশনে আছেন।

শরীফুল ইসলাম/এসপি