আদালতে কাজ শেষে বাড়ি ফেরা হলো না আইনজীবীর
নিহত জাহিদ হাসান
মুন্সিগঞ্জ জেলা শহর থেকে আদালতে কাজ শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় জেলা আইনজীবী সমিতির সদস্য জাহিদ হাসান (২৮) নিহত হয়েছেন। রোববার (০৫ সেপ্টেম্বর) দুপুরে সিরাজদিখান উপজেলার ইছাপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহিদ হাসান মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বালাসুর গ্রামের রঞ্জু মীরের ছেলে।
বিজ্ঞাপন
জানা গেছে, সদর উপজেলার কোটগাও এলাকার মুন্সিগঞ্জ আদালত ভবন থেকে কাজ শেষে মোটরসাইকেল নিয়ে নিজ বাড়ি শ্রীনগর উপজেলার বালাসুর গ্রামে ফিরছিলেন জাহিদ হাসান। দুপুর ১টার দিকে সিরাজদিখান উপজেলার ইছাপুরা সড়কের কোলা ইউনিয়নের ছাতিয়ানতলি এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে তিনি একটি অটোরিকশাকে ধাক্কা দেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে ইছাপুরা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ঢাকায় যাওয়ার পথে জাহিদের মৃত্যু হয়।
মুন্সিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রোজিনা ইয়াসমিন বলেন, আমাদের আইনজীবী সমিতির সদস্য জাহিদ হাসান আদালতের কাজ শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন। তিনি ২০১৯ সালের ৭ ফেব্রুয়ারি আইনজীবী সমিতির সদস্য পদ লাভ করেন।
বিজ্ঞাপন
এ ব্যাপারে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিন বলেন, আমরা খবর পেয়েছি। খবর পেয়ে ঘটনাস্থলে লোক পাঠিয়েছি।
ব .ম শামীম/আরএআর