রংপুরের গঙ্গাচড়ায় বৈরী আবহাওয়ার মধ্যে তিস্তা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার (০৬ সেপ্টেম্বর) ভোরে লক্ষ্মীটারী ইউনিয়নের চর চল্লিশসালে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- মতিয়ার রহমান টাংরু (৩৫) ও মনু মিয়া (৩৬)। 

বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীটারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আল হাদী। তিনি ঢাকা পোস্টকে বলেন, ফজরের নামাজের আগে চর চল্লিশসালে কয়েকজন মিলে নৌকায় করে মাছ ধরতে যায়।

ওই সময়ে হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এতে   টাংরু ও মনু নামে দুজন ঘটনাস্থলে মারা যান। এ সময় আরও চারজন আহত হন। তারা সবাই গজঘণ্টা ইউনিয়নের কালিরচর গ্রামের বাসিন্দা।

ফরহাদুজ্জামান ফারুক/এসপি