মানিকগঞ্জে লাখো মানুষ পানিবন্দি
মানিকগঞ্জের শিবালয় উপজেলার যমুনা নদীর আরিচা পয়েন্টের পানি গত ২৪ ঘণ্টায় ১০ সেন্টিমিটার কমে বিপৎসীমার ২৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে জেলার চার উপজেলার ২৮ ইউনিয়নের এক লাখ ২০ হাজার ৭১৫ জন মানুষ পানিবন্দি রয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ।
সোমবার দুপুর আড়াইটার দিকে জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ ও মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) আরিচা পয়েন্টের পানির স্তর পরিমাপক (গেজ রিডার) মো. ফারুক হোসেন ঢাকা পোস্টকে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞাপন
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলার দৌলতপুর, শিবালয়, হরিরামপুর ও সাটুরিয়া উপজেলার আংশিক এলাকায় ২৪ হাজার ১৪৩টি পরিবারের এক লাখ ২০ হাজার ৭১৫ জন মানুষ পানিবন্দি রয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে এসব পানিবন্দি মানুষের মাঝে ৭ দশমিক ২ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। পাশাপাশি এক হাজার প্যাকেট শুকনো খাবার ও গো-খাদ্য প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়া বন্যাদুর্গত এসব এলাকার মানুষদের সহায়তায় ৮০ মেট্রিক টন চাল মজুদ রয়েছে।
বিজ্ঞাপন
মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, জেলার দৌলতপুর, শিবালয় ও হরিরামপুর উপজেলা যমুনা ও পদ্মা নদীবেষ্টিত। কয়েক দিন ধরে যমুনা ও পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় এসব উপজেলার নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে রাস্তাঘাটসহ ফসলি জমি। এই তিনটি উপজেলার নদী তীরবর্তী এলাকায় ভাঙনও দেখা দিয়েছে। তবে নদীভাঙন রোধে বিভিন্ন এলাকায় সাময়িকভাবে জিও ব্যাগ ফেলা হয়েছে।
সূত্রে আরও জানা গেছে, গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর আরিচা পয়েন্টের পানি কমলেও জেলার অভ্যন্তরীণ কালীগঙ্গা, ইছামতি, ধলেশ্বরী ও গাজীখালি নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ফলে এসব নদীতীরবর্তী নিচু অঞ্চলগুলো প্লাবিত হচ্ছে এবং নদীর পাড় ভাঙছে।
কালীগঙ্গা নদীর তরা পয়েন্টের গ্রেজ রিডার রফিকুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় এ পয়েন্টে ১১ সেন্টিমিটার পানি বেড়ে বিপৎসীমার ৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে নতুন নতুন এলাকায় পানি প্রবেশ করছে।
ধলেশ্বরী নদীর জাগীর পয়েন্টের গ্রেজ রিডার বদর উদ্দিন বলেন, এ পয়েন্টের পানি বিপৎসীমার কাছাকাছি চলে এসেছে। গত ২৪ ঘণ্টায় ১৩ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার মাত্র ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
জেলার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিন বলেন, যমুনা নদীর পানি কমলেও জেলার অভ্যন্তরীণ নদীগুলোর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। জেলার নিচু এলাকাগুলোতে পানি প্রবেশ করছে। তবে আগামী ২৪ ঘণ্টার বন্যার পূর্বাভাসে মানিকগঞ্জের বন্যার পরিস্থিতি স্থিতিশীল থাকার সম্ভাবনার কথা বলা হয়েছে।
সোহেল হোসেন/এসপি