পরিবারের অবলম্বন ভ্যানগাড়ি হারিয়ে কাঁদছে কিশোর
খুলনার চুকনগর বাজার থেকে আবারও এক কিশোরের মোটর ভ্যানগাড়ি চুরির ঘটনা ঘটেছে। ভ্যানটি চুরির পর শুধু আহাজারি করছে ছেলেটি। বুধবার (৮ সেপ্টেম্বর) চুকনগর বাজারে সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, ভ্যানচালক কিশোর তুহিন সরদার (১৪) সাতক্ষীরার তালা উপজেলার বলরামপুর গ্রামের খলিল সরদারের ছেলে। পাটকেলঘাটা বাজার এলাকায় ভ্যানগাড়ি চালায় ছেলেটি।
বিজ্ঞাপন
ভ্যান চুরির পর তুহিন সরদার জানায়, পাটকেলঘাটা ব্রিজের নিচ বাবুর দোকানের সামনে থেকে দুই যুবক অনেকটা জোর করে চুকনগরে তার ভ্যান ভাড়ায় নিয়ে যায়। এর পর চুকনগর বাজারে এসে আমাকে স্কচটেপ কিনতে পাঠায়। তখন একজন আমার সঙ্গে যায় আরেকজন ভ্যানের ওপরে ছিল। ফিরে এসে দেখি ভ্যানটি নেই।
ঘটনাস্থলে উপস্থিত থাকা চুকনগর প্রেস ক্লাবের সভাপতি রুহুল আমিন জানান, কিশোরের সঙ্গে কথা বলে জেনেছি পরিবারের চার সদস্যের দায়িত্ব তার কাঁধে। ভ্যানটি দিয়ে উপার্জিত অর্থেই চলে তাদের সংসার। ৬০০ টাকায় চুক্তি করে পাটকেলঘাটা থেকে চুকনগর নিয়ে আসে দুই যুবক। ভ্যানচালক ছেলেটিকে কেকের সঙ্গে চেতনানাশক দ্রব্য খাইয়ে ভ্যানটি চুরি করে নিয়ে গেছে। কিছু সময়ের জন্য জ্ঞান হারায় ছেলেটি।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, তাৎক্ষণিক ছেলেটিকে উদ্ধার করে চুকনগর মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়। একটি চোরাই সিন্ডিকেট এই চুকনগর বাজারে ভ্যান চুরি করছে। ১৯ মে একইভাবে তালার এক কিশোরের ভ্যান চুরির ঘটনা ঘটেছিল। সেই ভ্যানটিও উদ্ধার করা সম্ভব হয়নি। গত ৯ মাসে চুকনগর বাজার থেকে একইভাবে তিনটি ভ্যান চুরির ঘটনা ঘটেছে।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান জানান, ঘটনাটি থানায় কেউ জানায়নি। ঘটনাটি খুব দুঃখজনক। খোঁজখবর নিচ্ছি।
আকরামুল ইসলাম/এমএসআর