জনতা ব্যাংকের ময়মনসিংহের করপোরেট শাখার কাউন্টারে টাকা জমা দিচ্ছিলেন ব্যবসায়ী আলতাফ হোসেন। এ সময় পেছন থেকে টাকার বান্ডিল ছিনিয়ে নিয়ে দৌড়ে পালান এক যুবক। খোয়া যাওয়া সেই বান্ডিলে ২ লাখ ৬১ হাজার ৫০০ টাকা ছিল বলে জানান আলতাফ।

বুধবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৩৪ মিনিটে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আলতাফ শম্ভুগঞ্জ কিশোর ওয়েল মিলের কর্মকর্তা।

বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন জনতা ব‍্যাংক ময়মনসিংহ করপোরেট শাখার এজিএম (ইনচার্জ) খন্দকার ফরিদ আহমেদ।

তিনি বলেন, ঘটনার পর ব‍্যাংকের নিরাপত্তারক্ষী ওই ছিনতাইকারীকে ধাওয়া দেন। তবে তাকে ধরতে ব‍্যর্থ হন। ব্যাংক থেকে বের হয়েই দ্রুত উধাও হয়ে যায় যুবকটি।

এই কর্মকর্তা জানান, টাকার বান্ডিল নিয়ে পালানো ওই যুবকের মুখে মাস্ক পরা ছিল। ঘটনার পরপরই থানা পুলিশকে জানানো হয়েছে। 

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, আমরা সিসি টিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছি। সে মোতাবেক তদন্ত কার্যক্রম শুরু করেছি।

উবায়দুল হক/এনএ