শাহপরীর দ্বীপ থেকে সাড়ে ৩ লাখ ইয়াবা উদ্ধার
কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে সাড়ে ৩ লাখ ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড। এ সময় পাচারকারীরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার (৯ সেপ্টম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ তথ্য জানিয়েছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক।
তিনি জানান, বৃহস্পতিবার ভোর রাতে শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়া ঘাট দিয়ে তিনজন লোক বস্তা নিয়ে আসছিল।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, তাদের গতিবিধি সন্দেহ হলে কোস্টগার্ড সদস্যরা বাঁশি ও টর্চলাইট দিয়ে তাদের থামানোর সংকেত দেয়। কিন্তু তারা না থেমে দৌড়াতে থাকে। একপর্যায়ে সঙ্গে থাকা বস্তা ফেলে কেওড়া বাগানের ভেতর দিয়ে পালিয়ে যায়।
পরে বস্তা খুলে দেখা যায় সেখানে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা। এ বিষয়ে টেকনাফ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান কোস্টগার্ডের এ কর্মকর্তা।
বিজ্ঞাপন
মুহিব/এমএসআর