ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগে তিনজনের প্রাণ নিয়েছে করোনা। এদের মধ্যে দুজনই বগুড়া জেলার বাসিন্দা। অন্যজনের বাড়ি রাজশাহীতে। এর বাইরে বিভাগের ছয় জেলায় করোনায় প্রাণহানির খবর মেলেনি।

এদিকে গত এক দিনে বিভাগে আরও ৫১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯৭ হাজার ৭১ জনে। এর মধ্যে মারা গেছেন ১ হাজার ৬৩৪ জন।

শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য দফতরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. নাজমা আক্তার স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

বিভাগীয় স্বাস্থ্য দফতরের হিসেবে, এ পর্যন্ত বিভাগে সর্বোচ্চ ৬৭৩ জন করোনায় মারা গেছেন বগুড়ায়। এ ছাড়া রাজশাহীতে ৩০৪ জন, নাটোরে ১৭০ জন, চাঁপাইনবাবগঞ্জে ১৫৪ জন, নওগাঁয় ১৪০ জন, সিরাজগঞ্জে ৯৬ জন, জয়পুরহাটে ৫৬ জন এবং পাবনায় ৪০ জনের মৃত্যু হয়েছে।  

বিভাগে গত এক দিনে ৫১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এদিন বগুড়ায় ১৭ জন, রাজশাহীতে ১৫ জন, সিরাজগঞ্জে ১৪ জন এবং চাঁপাইনবাবগঞ্জে ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এই একদিনে নওগাঁ, নাটোর, জয়পুরহাট ও পাবনায় করোনা সংক্রমণের তথ্য মেলেনি।

এ পর্যন্ত বিভাগে সুস্থ হয়েছেন ৯২ হাজার ৩৪৬ জন করোনা রোগী। এর মধ্যে গত এক দিনে সুস্থ হয়েছেন ১৮১ জন। এই একদিনে হাসপাতালে এসেছেন ৩৮ জন। করোনায় সব মিলিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১৫ হাজার ৬৫৭ জন।

বিভাগীয় স্বাস্থ্য দফতরের সর্বশেষ তথ্য অনুযায়ী বিভাগজুড়ে কোয়ারেন্টাইনে রয়েছেন ৩০ জন। তবে একদিনে কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র পেয়েছেন ৬৯ জন। হাসপাতালে আইসোলেশনে রয়েছেন ২৭ জন। গত এক দিনে আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন ১৮১ জন।

 ফেরদৌস সিদ্দিকী/আরএআর