ডিবি পরিচয়ে তুলে নিয়ে গিয়ে নির্যাতন, মৃত ভেবে ফেলে গেল
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় হারুন মিয়া (৩৭) নামে এক ব্যক্তিকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে নির্যাতনের পর মৃত ভেবে ফেলে রেখে গেছে।
গতকাল শনিবার (১১ সেপ্টেম্বর) রাত ১০টায় সিএনজি যোগে ডিবি পুলিশ পরিচয়ে তাকে নিজ বাড়ি থেকে তুলে নিয়ে যায় কয়েকজন। এরপর তারা হারুনের শরীরের বিভিন্নস্থানে আঘাত করলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকে মৃত ভেবে ফেলে যায় তারা। হারুন ঝিনাইগাতী উপজেলার সদর পাইকুড়া মালিঝিপাড়া গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।
বিজ্ঞাপন
জ্ঞান ফেরার পর হারুন মিয়া কোনো রকমে হামাগুড়ি দিয়ে রাস্তার ওপরে এসে আবারও জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর তাকে রাস্তায় পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে হারুনকে নালিতাবাড়ী উপজেলার নন্নী আমবাগান গুচ্ছগ্রাম থেকে উদ্ধার করে। এসময় তার হাত-পা বাঁধা এবং মুখে স্কচটেপ লাগানো ছিল।
শেরপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. খাইরুল কবীর সুমন ঢাকা পোস্টকে বলেন, হারুনকে শনিবার গভীররাতে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরে আঘাত ও জখমের চিহ্ন আছে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল। তাকে আমরা অবজারভেশনে রেখেছি। হয়তো ২৪ ঘণ্টা পর আমরা তার অবস্থা জানাতে পারবে।
বিজ্ঞাপন
এ ব্যাপারে ঝিনাইগাতী থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) সরোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে আহত হারুন মিয়াকে দ্রুত শেরপুর জেলা সদর হাসপাতালে প্রেরণ করে। বর্তমানে হারুন মিয়া শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। বিষয়টি আমরা খুবই গুরুত্বের সঙ্গে নিয়েছি। তবে হারুন মিয়া অসুস্থ থাকায় তার কাছ থেকে তেমন কিছু জানা যায়নি। সুস্থ হলে প্রয়োজনীয় তথ্য জেনে পুলিশ ব্যবস্থা নেবে।
জাহিদুল খান সৌরভ/এমএএস