ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু বলেছেন, সারাবিশ্বে যেখানে ইতিবাচক পরিবর্তন হয়েছে সেগুলোর নেপথ্যে কাজ করেছে যুবসমাজ। যে সমাজে যুবক বা তরুণেরা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন সেখানেই সাফল্য এসেছে।

তিনি বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে যদি চিন্তা করি তাহলে দেখা যাবে, বায়ান্ন’র ভাষা আন্দোলন থেকে শুরু করে একাত্তরের মুক্তিযুদ্ধে পর্যন্ত সব আন্দোলন সংগ্রামে তরুণরাই অগ্রণী ভূমিকা পালন করেছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবসময়ই ছাত্রদেরকে তার পাশে পেয়েছেন বলেই প্রতিটি ক্ষেত্রেই তিনি সফলতা পেয়েছেন।

রোববার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর অ্যাডভোকেট তারেক স্মৃতি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মসিক মেয়র এসব কথা বলেন। স্টেজ ফর ইয়ুথ ফাউন্ডেশনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে স্টেজ ফর ইয়ুথ ময়মনসিংহ।

মেয়র ইকরামুল হক টিটু আরও বলেন, ১৯৭৫ এর আগস্টে জাতির পিতাকে হত্যার পর যুবসমাজের কোনো অভিভাবক ছিল না। যুবশক্তিকে কাজে লাগিয়ে রাষ্টের উন্নয়নকে ত্বরান্বিত করার কোনো প্রচেষ্টা ছিলো না। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের যুবসমাজের মাঝে আজ গতি সঞ্চার হয়েছে।

স্টেজ ফর ইয়ুথ ময়মনসিংহের আহ্বায়ক সাফরান আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে ছিলেন স্টেজ ফর ইয়ুথ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইলিয়াস হোসাইন। 

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুজন ময়মনসিংহ মহানগর সম্পাদক আলী ইউসুফ, সাংবাদিক হারুনুর রশিদ, সমাজসেবক ফখরুল হাসান, ক্লিন আপ বাংলাদেশের প্রতিষ্ঠাতা মতিউর রহমান ফয়সাল, জেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন ও সম্পাদক হুমায়ুন কবির।

আরও বক্তব্য রাখেন মহানগর ছাত্রলীগের আহ্বায়ক নওশেল আহমেদ অনি এবং যুগ্ম আহ্বায়ক তাফসির আলম রাহাত, ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি অনুপম সাহা এবং সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল হাসান প্রমুখ। আলোচনা শেষে সংগঠনের পক্ষ থেকে ময়মনসিংহের ১১টি স্বেচ্ছাসেবী সংগঠন ও ৯ জন তরুণ উদ্যোক্তাকে সম্মাননা প্রদান করা হয়।

উবায়দুল হক/এমএসআর