খুলনার জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার বলেছেন, স্থানীয় সরকারের তৃণমূল পর্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। নিবাচনে প্রতিযোগিতা থাকবে, কিন্তু সেটা হতে হবে পরিচ্ছন্ন, মারামারি কিংবা বিশৃঙ্খলা কখনো কাম্য নয়। জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ সকল পক্ষ চায় একটি সুষ্ঠু নির্বাচন। সরকারেরও কঠোর নির্দেশনা রয়েছে নিরপেক্ষ নির্বাচন করার। একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য প্রশাসন ও নির্বাচন কমিশনের পক্ষ থেকে সব ধরনের সর্বোচ্চ প্রস্তুতি নেয়া হয়েছে।

তিনি বলেন, নির্বাচনে আমরা রেফারির ভূমিকায় রয়েছি। আমাদের কাছে লাল, সবুজ, হলুদসহ সব ধরনের কার্ড রয়েছে। নির্বাচনে যে যেমন আচরণ করবে তার বিরুদ্ধে তেমন কার্ড ব্যবহার করা হবে।

সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন-২০২১ উপলক্ষে পাইকগাছা উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিস আয়োজিত প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে আইন-শৃঙ্খলা ও আচরণ-বিধি প্রতিপালন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

প্রার্থীদের উদ্দেশ্যে ডিসি মনিরুজ্জামান বলেন, জনগণের ভোটে নির্বাচিত হওয়ার মর্যাদা অনেক বেশি অতএব আপনারা কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচনী পরিবেশ নষ্ট করবেন না। নিজে অপকর্ম করে অন্যের ওপর দায় চাপানোর চেষ্টা করবেন না। আইন সবার জন্য সমান। নির্বাচনে যদি কেউ পেশি শক্তি ব্যবহার করার চেষ্টা করেন তাহলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। নির্বাচনে পর্যাপ্ত র‌্যাব, বিজিবি, পুলিশ মোতায়েন থাকবে।

নিরাপত্তার কোনো ঘাটতি থাকবে না উল্লেখ করে তিনি বলেন, সবাই আচরণ বিধি মেনে প্রচার প্রচারণা করুন, প্রশ্নবিদ্ধ হয় কেউ এমন কিছু করবেন না। নির্বাচনে ভিন্ন কিছু করার সুযোগ থাকবে না এবং কেউ যদি এ ধরনের চিন্তা করে থাকে তাহলে তা মাথা থেকে ঝেড়ে ফেলার পরামর্শ দেন ডিসি। সকলের সহযোগিতায় অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন ডিসি মনিরুজ্জামান।

উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগ খুলনার উপ-পরিচালক ইকবাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার তানভীর আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পুলক কুমার ঘোষ, সিনিয়র জেলা নির্বাচন অফিসার এম মাজহারুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান আনেয়ার ইকবাল মন্টু, সিনিয়র সহকারী পুলিশ সুপার ডি-সার্কেল সাইফুল ইসলাম, সহকরী কমিশনার ভূমি শাহরিয়ার হক ও উপজেলা নির্বাচন অফিসার কামাল উদ্দীন আহমেদ। উপস্থিত ছিলেন ৯ ইউপি নির্বাচনের সকল চেয়ারম্যান প্রার্থী। এর আগে ডিসি ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণে ব্রিফিং প্রদান করেন।

মোহাম্মদ মিলন/এমএএস