কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের উপনির্বাচনে চারজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (১৩ সেপ্টেম্বর) কুমিল্লা জেলা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ন্যাপ ও স্বতন্ত্র মিলিয়ে চারজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। কুমিল্লা জেলা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তারা হলেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী লুৎফুর রেজা খোকন, স্বতস্ত্র প্রার্থী মাওলানা সালেহ সিদ্দিকী ও বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) মনোনীত প্রার্থী মনিরুল ইসলাম।

নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার, এই উপনির্বাচনে ৬ জন মনোনয়নপত্র গ্রহণ করেছিল। দাখিলের শেষ দিনে চারজনের মনোনয়নপত্র জমা হয়েছে। নির্বাচনের সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

কোনো প্রার্থী যেন আচরণবিধি লঙ্ঘন না করতে পারে তার জন্য মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) থেকে নির্বাচনী এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটরা কাজ শুরু করবেন। এছাড়া সকল ব্যানার ফেস্টুন সরানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ৩০ জুলাই এই আসন থেকে পাঁচবার নির্বাচিত এমপি ও সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফের মৃত্যুর পর আসনটি শূন্য হয়। আগামী ৭ অক্টোবর ভোট গ্রহণের দিন ধার্য করে গত ২ সেপ্টেম্বর নির্বাচনী তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। 

১৪ সেপ্টেম্বর মনোনয়পত্র বাছাই, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৯ সেপ্টেম্বর, ২০ তারিখ প্রতীক বরাদ্ধ। কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের উপনির্বাচনে মোট ভোটার রয়েছে ২ লাখ ৭৪ হাজার ৫৪ জন।

অমিত মজুমদার/এমএসআর