বগুড়ায় ২৪ ঘণ্টার ব্যবধানে মৃত্যু বেড়েছে। জেলার দুই হাসপাতালে করোনা ও উপর্সগ নিয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় তিনজন এবং উপসর্গ নিয়ে তিনজন মারা গেছেন। এর আগের দিন সোমবার (১৩ সেপ্টেম্বর) বগুড়ায় করোনা আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছিল।

মৃতরা হলেন- সদর উপজেলার জাকির হোসেন (৫৫), গাবতলীর সিরাজুল ইসলাম (৬৫) এবং কাহালুর সানোয়ারা (৫০)। এ নিয়ে জেলায় মোট মারা গেলেন ৬৭৭ জন। জেলা স্বাস্থ্য বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরও জানা যায়, গত ২৪ ঘণ্টায় বগুড়ায় নতুন করে ৩৬০ জনের নমুনায় ৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে।শনাক্তের হার ৯ দশমিক ৩৬ শতাংশ। নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ২৪, সোনাতলায় ৩, শাজাহানপুরে ৩ এবং গাবতলী, আদমদীঘি ও ধুনটে একজন করে রয়েছেন। একই সময়ে সুস্থ হয়েছেন ৪১ জন। জেলায় মোট ২১ হাজার ৩১৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ২০ হাজার ৫৪৫ জন এবং ৯৩ জন চিকিৎসাধীন রয়েছেন।

এসপি