২০ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বিএনপি নেতা গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে হত্যা-বিস্ফোরকসহ ২০ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি এক বিএনপি নেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (১৩ সেপ্টেম্বর) রাতে গোমস্তাপুরের আড্ডা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দুপুরের পর গ্রেফতারকৃত আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতার রহমত আলী (৩৫) সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও রাণীহাটি ইউনিয়নের রামচন্দ্রপুর হাট এলাকার মৃত লাল মোহাম্মদ ওরফে লালুর ছেলে।
বিজ্ঞাপন
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্তি পুলিশ সুপার মাহবুব আলম খান ঢাকা পোস্টকে জানান, গোপন তথ্যের ভিত্তিতে আড্ডা এলাকার এসবি কলেজের সামনে থেকে আলীকে গ্রেফতার করা হয়।
তিনি হত্যা-বিস্ফোরকসহ ২০টি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। পরে আজ (মঙ্গলবার) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
বিজ্ঞাপন
উল্লেখ্য, সাবেক ইউপি সদস্য রহমত আলীর সর্মথকরা তার অনুপুস্থিতিতে এলাকায় আগামী রানিহাটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দীর্ঘদিন ধরে প্রচারণা চালিয়ে আসছে।
জাহাঙ্গীর আলম/এমএসআর