পটুয়াখালীর কুয়াকাটা-সংলগ্ন বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ১১ জেলেসহ এফবি মায়ের দোয়া নামের একটি মাছধরা ট্রলারডুবির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে আন্ধারমানিক মোহনা-সংলগ্ন সাগরে এ দুর্ঘটনা ঘটে।

এ সময় পাশে থাকা অন্য একটি ট্রলার ওই ১১ জেলেকে উদ্ধার করে। পরে শেষ বিকেলে উদ্ধার হওয়া জেলেদের পাথরঘাটা এলাকার জ্ঞানপাড়ায় নিয়ে যাওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন আলীপুর মৎস্য ব্যবসায়ী ও ট্রলার মালিক সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা। 

তিনি বলেন, পিরোজপুরের তেলিখালি এলাকার হারুন মাঝির ট্রলারটি মাছ ধরা শেষে তীরে ফেরার পথে ঝড়ের কবলে ডুবে যায়। তবে ট্রলারটির হদিস না মিললেও পাশে থাকা অন্য একটি ট্রলার ১১ জেলেকে নিয়ে তীরে ফিরে আসে।

কাজী সাঈদ/এমএসআর