শেরপুরের শ্রীবরদীতে পাগলা কুকুরের কামড়ে ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজন শেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে উপজেলার মরিচপাড়া, পুরান শ্রীবরদী, মামদা মারীসহ বিভিন্ন এলাকায় শিশুসহ ১৫ জনকে কামড় দিয়ে আহত করে একটি কুকুর। কুকুরটি কালো রংয়ের ছিল। এরপর স্থানীয়রা আহতদের উদ্ধার করে শ্রীবরদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদের মধ্যে কয়েকজনের জখম গুরুতর হওয়ায় তাদেরকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

এ বিষয়ে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (আরএমও) ডা. অমিও জ্যোতি সাইফুল্লাহ ঢাকা পোস্টকে বলেন, আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। উপজেলায় বর্তমানে ভ্যাকসিন নেই। তাই তাদের জেলা সদর হাসপাতালে যাওয়ার অনুরোধ করা হয়েছে। সেখানে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হয়। তবে অনেকে ফার্মেসি থেকে ভ্যাকসিন কিনে আনেন। তাদের তাৎক্ষণিক এখানেই ভ্যাকসিন দেওয়া হয়েছে।

জাহিদুল খান সৌরভ/আরএআর