বগুড়ায় বাসচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই নারী যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকাল সোয়া ৮টার দিকে রংপুর-বগুড়া মহাসড়কের ঝোপগাড়ীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের নামাবালা গ্রামের আব্দুর রফিকের স্ত্রী আনোয়ারা বেগম (৪৫) ও আজাহার প্রামাণিকের স্ত্রী হামিদুন বেগম (৬০)। 

উপশহর ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম জানান, ব্যাটারিচালিত অটোরিকশাযোগে তারা শহরের চারমাথার দিকে যাচ্ছিলেন। ওই সময় রংপুরগামী অজ্ঞাত একটি বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এতে চালকসহ ছয় যাত্রী গুরুতর আহত হন।স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে আনোয়ারা ও হামিদুনকে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। 

বগুড়া সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, নিহত দুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ঘাতক বাসটিকে এখনও আমরা শনাক্ত করতে পারিনি। 

এসপি