নারায়ণগঞ্জের রূপগঞ্জে মসজিদের বারান্দা থেকে শরীফ (২০) নামে এক যুবককের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে কাঞ্চন পৌরসভার চৌধুরীপাড়ার বায়তুল আলা কবরস্থান জামে মসজিদের বারান্দা থেকে ওই লাশ উদ্ধার করা হয়। শরীফ উপজেলার কাঞ্চন পৌরসভার বিরাবো খালপাড় এলাকার মৃত আব্দুল হালিমের ছেলে।

ভোলাব ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, শুক্রবার সকালে চৌধুরীপাড়া বায়তুল আলা জামে মসজিদের বারান্দায় মসজিদে নামাজ পড়তে আসা মুসুল্লিরা এক যুবকের রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ দুপুরে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি আরও বলেন, এদিকে লাশের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। লাশের কাছ থেকে একটি রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে গত বৃহস্পতিবার রাতের কোনো একসময় দুর্বৃত্তরা ছুরি দিয়ে শরীফকে মাথায় আঘাত করে হত্যা করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন আসার পর পুরো ঘটনা জানা যাবে।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ জানান, এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। এছাড়াও এ ঘটনার  জড়িতদের বের করে আইনের আওতায় আনা হবে।

মাহবুবুর রহমান ভূঁইয়া/এমএসআর