নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুতের তারে জড়িয়ে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বজরা ইউনিয়নের শীলমুদ গ্রামের চৌকিদার বাড়িতে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- উপজেলার বজরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শীলমুদ গ্রামের শহীদ মাওলানা বাড়ির আবুল বাশারের ছেলে আব্দুর রহিম (৫৫), উজির আলীল ছেলে ইউসুফ (৪৮), নূর হোসেনের ছেলে মো. সুমন (২৮) ও মো.শহীদ উল্লাহর ছেলে  মো. জুয়েল (১৬)। 

বজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মীরন অর রশীদ ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, শীলমুদ গ্রামের শহীদ মাওলানার বাড়ির পাশের জমিতে জমে থাকা বৃষ্টির পানিতে
বিদ্যুতের মেইন লাইনের তার ছিঁড়ে পড়ে ছিল। আব্দুর রহিম পানিতে নামলে প্রথমে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। পরবর্তীতে বাকি তিনজন তাকে বাঁচাতে গেলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তহিদুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। নিহতদের পরিবার কোনো অভিযোগ না করলে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হবে। 

হাসিব আল আমিন/আরএআর