হাসপাতালের ফ্লোরে কাতরাচ্ছেন অজ্ঞাতনামা বৃদ্ধ
মানিকগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসাধীন অজ্ঞাতনামা বৃদ্ধ
মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কাতরাচ্ছেন অজ্ঞাতনামা এক বৃদ্ধ। আনুমানিক ৬০ বছর বয়সী এ বৃদ্ধ সড়ক দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। তবে তার চিকিৎসাসেবা নিয়ে বিপাকে পড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, সিটিস্ক্যানসহ কিছু পরীক্ষা-নিরীক্ষা দ্রুত সময়ের মধ্যে করা প্রয়োজন।
সরেজমিনে শনিবার (১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালের পুরোনো ভবনের দ্বিতীয় তলার ফ্লোরে চিকিৎসাধীন শুয়ে আছেন বৃদ্ধ। কিন্তু হাসপাতালে ভর্তির তিন দিন পার হলেও পরিচয় মেলেনি তার। তার কোনো স্বজনের খোঁজ পায়নি হাইওয়ে থানা পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
জানা গেছে, গত বুধবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হওয়ার সময় সেলফি পরিবহনের একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হন ওই ব্যক্তি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করেন। দুর্ঘটনার পরপরই সেলফি পরিবহনের ওই বাসটিকে আটক করে গোলড়া হাইওয়ে থানা পুলিশ।
বৃদ্ধকে হাসপাতালে করা গোলাম মোস্তফা নামের এক ব্যক্তি ঢাকা পোস্টকে জানান, দুর্ঘটনার দিন (১৫ সেপ্টেম্বর) রাস্তা পার হওয়ার সময় সেলফি পরিবহনের ধাক্কায় গুরুতর আহত হন বৃদ্ধ। কিন্তু বাসের চালক ও সহযোগী ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে তিনি বৃদ্ধকে উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করেন। এরপর ওই রোগীর সম্পর্কে তিনি আর কিছু জানেন না বলে জানান।
বিজ্ঞাপন
গোলড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন ঢাকা পোস্টকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ওই বাসটি আটক করে থানায় নিয়ে আসা হয়। আহত ব্যক্তির নাম-পরিচয় শনাক্তকরণের কাজ চলমান রয়েছে। তার চিকিৎসার জন্যও বাসের মালিককে বলা হয়েছে।
মানিকগঞ্জ জেলা হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. আশরাফুল কবির ঢাকা পোস্টকে বলেন, বাসের ধাক্কায় আহত ওই ব্যক্তির অবস্থা গুরুতর। ওই ব্যক্তিকে দেখাশোনার জন্যও হাসপাতালে কোনো লোক নেই। বিষয়টি খুব কষ্টকর। তবে হাসপাতালের পক্ষ থেকে যতটুকু সম্ভব তাকে সেবা দেওয়া হচ্ছে।
তিনি বলেন, তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে পাঠানো উচিত। এ ছাড়া জরুরি ভিত্তিতে সিটিস্ক্যানসহ কিছু পরীক্ষা-নিরীক্ষা করানো প্রয়োজন। সেই ধরনের ব্যবস্থা এই হাসপাতালে নেই। দেরি হলে আরও ক্ষতি হতে পারে বলে জানান তিনি।
মানিকগঞ্জ জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আরশাদ উল্লাহ বলেন, আহত ওই বৃদ্ধ ব্যক্তির ভর্তি বিষয়ে কিছুই জানেন না তিনি। তবে ওই ব্যক্তির চিকিৎসার জন্য যাবতীয় ব্যবস্থা খুব দ্রুত নেওয়া হবে বলে জানান তিনি।
সোহেল হোসেন/এনএ