ঘাতক ট্রাক

অসুস্থ সন্তানকে দেখতে বাড়িতে যাওয়ার পথে দিনাজপুরের ফুলবাড়ীতে পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় হিলি কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা সাহাজোত আলী (৪০) নিহত হয়েছেন। এ সময় কাস্টমসের আরও দুইজন আহত হয়েছেন। শনিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ঢাকা মোড় রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাহাজোত আলী ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নের কাদিহাট গ্রামের আলহাজ সুলতান আলীর ছেলে। 

আহতরা হলেন- হিলি কাস্টমসের পরিদর্শক আমিনুল ইসলাম (৫৫) ও সিপাহী হরিশ চন্দ্র রায় (৩৯)। আমিনুল ইসলামের বাড়ি রংপুর ও হরিশ চন্দ্র রায়ের বাড়ি নীলফামারী। 

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ ইসলাম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, সাহাজোত আলী দিনাজপুরের হিলি স্থলবন্দরের সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। সন্তানের অসুস্থতার কথা শুনে বিকেলে মোটরসাইকেল যোগে দুই সহকর্মীর সঙ্গে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তিনি। বাড়িতে যাওয়ার পথে ফুলবাড়ী রেলক্রসিং এলাকায় ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে তিনি রাস্তায় ছিটকে পড়েন। এ সময় পাথরবোঝাই একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় ট্রাকচালককে আটক করা হয়েছে এবং ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে বলেও জানান ওসি।   

আরএআর