ধামরাইয়ে বজ্রপাতে শিশুর মৃত্যু, আহত ১
ঢাকার ধামরাইয়ে বজ্রপাতে মো. মেহেদী হাসান নামের পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় সামিউল হক নামের আরও একজন আহত হয়েছে।
শনিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে ধামরাই উপজেলার বাইশাকান্দা ইউনিয়নের খাগাইল এলাকায় এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
মেহেদী হাসান গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার চাঁদপুর এলাকার মোশাররফ হোসেনের ছেলে। সে ওই এলাকার ডাক্তার তুলা মিয়ার বাড়িতে থেকে স্থানীয় একটি বিদ্যালয়ে লেখাপড়া করত। ডাক্তার তুলা মিয়া সম্পর্কে মেহেদীর ফুপা।
স্থানীয়রা জানান, বিকেলে মেহেদী ও সামিউল খেলা করছিল। বৃষ্টি এলে ভিজতে ভিজতে তারা খেলছিল। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই মেহেদীর মৃত্যু হয়। এ সময় সামিউল হক গুরুতর আহত হলে স্বজনরা উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
বিজ্ঞাপন
এ বিষয়ে ধামরাই থানার ডিউটি অফিসার অসীম বিশ্বাস বলেন, এরকম কোনো ঘটনার খবর এখনও আমরা পাইনি।
মাহিদুল মাহিদ/এইচকে