জমি নিয়ে বিরোধের জেরে নারী পুলিশ সদস্য আহত
ময়মনসিংহ সদরে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মারামারির ঘটনা ঘটেছে। এ সময় সুমাইয়া খাতুন নামে এক নারী পুলিশ সদস্য আহত হয়েছেন।
শনিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সিরতা ইউনিয়নের চর ভবানীপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় সুমাইয়া খাতুনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিজ্ঞাপন
সুমাইয়া খাতুন ঢাকা জেলা পুলিশ সুপার কার্যালয়ের কন্ট্রোল রুমে কর্মরত রয়েছেন। মাতৃত্বকালীন ছুটিতে গ্রামের বাড়িতে এসেছিলেন তিনি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই এলাকায় গত ২৩ বছর ধরে জমিজমা নিয়ে আলী আকবর এবং আজিজুল হক পরিবারের মধ্যে দ্বন্দ্ব চলছে। এ ঘটনায় একাধিক মামলাও চলমান রয়েছে। শনিবার বিকেলে বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে মীমাংসার কথা থাকলেও আজিজুল হক ও তার লোকজন বৈঠকে না বসে উল্টো রাস্তায় গাছ দিয়ে ব্যারিকেড সৃষ্টি করেন। এ নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে ‘গোলমাল’ শুরু হয়।
বিজ্ঞাপন
সে সময় আলী আকবরের বোন সুমাইয়া খাতুন তার শিশু বাচ্চা নিয়ে বারান্দায় বসে ছিলেন। তার মাথায় রামদা দিয়ে আজিজুল হকের লোকেরা কোপ দেন বলে অভিযোগ আলী আকবর পরিবারের। তারা জানান, আহত সুমাইয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সুমাইয়ার আরেক বোনও আহত হয়েছেন।
অভিযুক্ত আজিজুল হক বলেন, বিরোধের জমিটি ক্রয় সূত্রে মালিক আমি। সেই জমি তারা দাবি করে একটা ঝামেলা তৈরি করে চলছে দীর্ঘদিন ধরে। শনিবার এ নিয়ে মারামারি বেঁধে যায়।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, আহত পুলিশ সদস্য সুমাইয়ার অবস্থা আশঙ্কাজনক। তিনি মমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
উবায়দুল হক/এইচকে