রতন সরকার

রংপুর সিটি করপোরেশনের (রসিক) মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সময় টিভির বিশেষ প্রতিবেদক রতন সরকারকে ৮ সপ্তাহের জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুরে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কেএম জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইন ও সালিশ কেন্দ্রের আইনজীবী শাহীনুজ্জামান শাহীন ও লাবনী আক্তার।

সাংবাদিক রতন সরকার দীর্ঘ দিন ধরে রংপুরে সাংবাদিকতা করছেন। চলতি বছরের ২৪ এপ্রিল তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগ এনে নগরীর কোতোয়ালি থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।

অভিযোগ করা হয়, রতন সরকার মিথ্যা তথ্য উপস্থাপন করে বিভিন্ন সময়ে সিটি করপোরেশনকে নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রচার করেন। এক সাংবাদিক ও মেয়র মোস্তাফিজার রহমানকে অভিযুক্ত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট দিয়ে সামাজিকভাবে তাদের সম্মান ক্ষুণ্ন করা হয়েছে।

মামলা প্রসঙ্গে মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা ঢাকা পোস্টকে জানান, দীর্ঘদিন ধরে বাংলাভিশনের রংপুর প্রতিনিধি জুয়েল আহমেদ ও সময় টেলিভিশনের প্রতিবেদক রতন সরকারের মধ্যে মনোমালিন্য ও বাগবিতণ্ডা চলছিল। এরই ধারাবাহিকতায় গত ২২ এপ্রিল রতন সরকার ও জুয়েল আহমেদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটেছিল। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালও হয়।

ওই ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে এবং রংপুর সিটি করপোরেশনের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে উদ্দেশ্যেপ্রণোদিত হয়ে ওইদিন রাতে রতন সরকার ফেসবুকে আপত্তিকর পোস্ট দেন। শুধু তাই নয়, ঘটনার দিন স্থানীয় কয়েকটি অনলাইন পোর্টালে দেওয়া সাক্ষাৎকারে সিটি করপোরেশন ও সাংবাদিকদের নিয়ে মানহানিকর বক্তব্য দেন। যা নিয়ে সাধারণ মানুষ ও সচেতন মহলে বিভ্রান্তি সৃষ্টি হয়।

মেয়র বলেন, ফেসবুকে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচার করায় আমার দীর্ঘদিনের রাজনৈতিক ভাবমূর্তি ও সুনাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে আমি তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করি। 

ফরহাদুজ্জামান ফারুক/আরএআর